নাটোরে ট্রাকচাপায় প্রশিকার ব্রাঞ্চ ম্যানেজার নিহত
নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় ট্রাকচাপায় এনজিও প্রতিষ্ঠান প্রশিকার ব্রাঞ্চ ম্যানেজার দুরুল হুদা (৪৫) নিহত হয়েছেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ জানিয়েছেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার দুরুল হুদা দুপুরে মোটরসাইকেলে স্ত্রীর জন্য রক্ত সংগ্রহ করতে নাটোরে আসছিলেন। এ সময় হরিশপুর বাইপাস এলাকায় বিপরীতমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
প্রশিকা নাটোরের এরিয়া ম্যানেজার মোতাহার হোসেন জানিয়েছেন, স্ত্রীর জন্য রক্ত সংগ্রহের কথা বলে আজ একদিনের ছুটি নিয়েছিল দুরুল হুদা। তবে তার স্ত্রী কি অসুস্থ বা কোথায় আছেন, তা তিনি জানাতে পারেননি। পরে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের সহকারী সুইট হোসেনকে আটক করে। দুরুল হুদার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়।