নাটোরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ।
ওসি বলেন, ‘শ্রমিকবাহী অটোভ্যানটিকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক রহিম আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চার জনকে উদ্ধার করে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের মধ্যে গুরুতর আহত শ্রমিক বিদ্যুৎ ও কাঁচুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।’