নাটোরে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিন নৈশপ্রহরীকে বেঁধে নদীতে ফেলে ১১ দোকানে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ জানুয়ারি মধ্যরাতে ট্রাক নিয়ে ডাকাত দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের তিন নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে পাশের বড়াল নদীতে ফেলে দিয়ে লুট করে নেয় ১১টি দোকানের মালামাল। এরপর থেকে পুলিশের চারটি দল অভিযান ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। নাটোর ও রাজশাহী কারা কর্তৃপক্ষের সহায়তা ও গোয়েন্দা তৎপরতার পর নওগাঁ ও রাজশাহী থেকে আব্দুর রহমান, শাহজাহান, সেলিম, নাসের ও শাহীন আলম নামের পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
লিটন কুমার সাহা জানান, নওগাঁ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ছাড়া অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।