নাটোরে মোটরসাইকেল আরোহীর স্যান্ডেল কেটে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার
নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় মোটরসাইকেল আরোহীর স্যান্ডেলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২১ লাখ টাকা মূল্যের হেরোইন। আটক করা হয়েছে নারীসহ দুই মাদক পাচারকারীকে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (২২ জানুয়ারি) ভোরে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা। এ সময় মোটরসাইকেল চালক মাসুদ রানা (৩৪) ও নারী আরোহী ফাতেমা বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রানার স্বীকারোক্তি অনুযায়ী তার স্যান্ডেল কেটে উদ্ধার করা হয় ২১০ গ্রাম হেরোইন।
পরে তাদের আটক করে মাদক আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। আটক মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ি থানার মকিশালবাড়ি গ্রামের চান্দু রহমানের ছেলে। ফাতেমা বেগমের বাড়ি নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকায়। এরা পেশাদার মাদক পাচারকারী বলে জানায় র্যাব।