নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও চার জন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আখতার জানান, আজ সোমবার সকালে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম মুচিপাড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আব্দুল আজিজ (৩০) নিহত হন। আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আব্দুল কুদ্দুস (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
হতাহতরা ইজিবাইকে করে গরু কিনতে হাটে যাচ্ছিলেন বলে জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যেরা।
এদিকে, গত রাতে লালপুর উপজেলার চাঁদপুর এলাকায় একটি মাটিবাহী ট্রাক্টর উলটে আওলাদ হোসেন (১৮) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ট্রাক্টরের চালকের সহকারী ছিলেন। এ দুর্ঘটনায় আহত হন চালকসহ দুজন।
উভয় দুর্ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে মাটি কেটে পরিবহণের সময় ট্রাক্টরটি উলটে যায় বলে জানান স্থানীয়রা।