নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক আর নেই
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক অমিনুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেলে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
পরিবারের সদস্যরা জানান, আজ বিকেল ৫টার দিকে শহরের আলাইপুর এলাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন অমিনুল হক। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বেগম সুফিয়া হক। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
অমিনুল হক নাটোর চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বর্তমান সভাপতি। এ ছাড়া তিনি এফবিসিসিআইয়ের পরিচালক ও কমার্স ব্যাংকের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অমিনুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলের স্থানীয় নেতারা।