নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
প্রখ্যাত নাট্যকার ও পরিচালক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এক শোকবার্তায় গতকাল বুধবার মরহুম মান্নান হীরার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘দেশের নাট্যাঙ্গনে, বিশেষ করে পথনাটক আন্দোলনে অসাধারণ অবদানের জন্য জাতি তাঁকে স্মরণ করবে।’
শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নন্দিত নাট্যব্যক্তিত্ব মান্নান হীরা গতকাল বুধবার রাত সাড়ে ৮টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাত সাড়ে ৯টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন নাট্যকার এজাজ মুন্না।
মান্নান হীরা ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি। এর আগে তিনি আরণ্যক নাট্যদলের দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন এবং নাট্যকার সংঘের প্রথম সভাপতি ছিলেন।
মান্নান হীরা সরকারি অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।