নারায়ণগঞ্জের কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এইচপি কেমিক্যাল লিমিটেডের একটি ইউনিটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই ভয়াবহ আগুন লাগে। পরে মণ্ডলপাড়া, হাজিগঞ্জ, কাঁচপুর, মদনপুর ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে চার ঘণ্টা পর বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এইচপি কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা রসানুল হক মল্লিক জানান, আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, এইচপি কেমিক্যাল লিমিটেডের একটি রিফাইন ইউনিটে আগুনের সূত্রপাত হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। আমরা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আধুনিক রোবট ব্যবহার করেছি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় নান্নু স্পিনিং মিলসে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।