নারায়ণগঞ্জে ইলেকট্রনিকসের কারখানায় আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কনকা ইলেকট্রনিকসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার টিপরদী এলাকার ওই কারখানায় আজ সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
এরই মধ্যে নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁ, বন্দর, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান এনটিভি অনলাইনকে বলেন, ‘সকাল ১০টা ৫১ মিনিটে কনকা ব্যাটারি ফ্যাক্টরিতে আমরা আগুন লাগার খবর পাই। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ আমরা জানতে পারিনি। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সোনারগাঁ ফায়ার সার্ভিস থেকে পাঁচটি, মেঘনা ও গজারিয়া থেকে আরো পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।