‘নাশকতা করে’ স্কুলে আগুন, পুড়ল কক্ষ ও ব্যবসাপ্রতিষ্ঠান
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈররী ইউনিয়নের আমতলি এলাকায় অগ্নিকাণ্ডে একটি স্কুলের পাঁচটি কক্ষ ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতার জন্য বিদ্যালয়ের কক্ষে আগুন দেয়। অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের পাঁচটি কক্ষসহ পাশের আরো তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাইমচর উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৬ নম্বর চরভৈররী ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার। তিনি দাবি করেন, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।