নিখোঁজের চার দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক মোহাম্মাদ উল্লাহ (১৮) নড়াইলের সদর উপজেলার বাবুনগর গ্রামের নাজমুল হক মোল্লার ছেলে।
আজ সোমবার সকালে উপজেলার কলারন চণ্ডীপুরের খোলপটুয়া এলাকার বলেশ্বর নদে মোহাম্মদ উল্লাহর মরদেহ পাওয়া যায়।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সকালে রাবেয়া শিপিংয়ের শাহ আমানত-১ নামের একটি জাহাজ কচা নদীর মোহনায় আসে। কয়লাভর্তি ওই জাহাজটি মোংলা বন্দর থেকে মোল্লারহাট যাওয়ার জন্য কলারন চণ্ডীপুর এলাকায় নোঙর করার সময় শ্রমিক মোহাম্মাদ উল্লাহ ছিটকে নদীতে পড়ে যান। পরে জাহাজের অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করার জন্য চেষ্টা করলেও পাওয়া যায়নি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।