নিখোঁজের পর বিলে মিলল দুই শিশুর লাশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর বিল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুইল্লার বিল থেকে আজ মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো ডালপা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে হোসাইন (৭) ও একই গ্রামের অহিদ মিয়ার ছেলে মুসলিম (৬)।
পুলিশ জানিয়েছে, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল সোমবার বিকেল থেকে তারা নিখোঁজ ছিল। এরপর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়। পরে আজ মঙ্গলবার সকালে কুইল্লা বিলে তাদের মরদেহ ভাসতে দেখলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরই মধ্যে পরিবারের সদস্যরা দুই শিশুর মরদেহ শনাক্ত করেছে। তাদের শরীরে ছোটখাট আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল আহম্মেদ জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।