নিজের দাবি করা গাছ থেকে কাঁঠাল পাড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলায় কাঁঠাল পাড়াকে কেন্দ্রে করে নিরঞ্জন শীল (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের কালিমন্দীরের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, জিনারদী কালীমন্দির সীমানার সঙ্গে নিহত নিরঞ্জন শীলের বাড়ি। এই সীমানার মধ্যে একটি কাঁঠাল গাছ রয়েছে। গাছটি নিরঞ্জন শীল নিজের বলে দাবি করেন। একইসঙ্গে কালীমন্দির কমিটিও তাদের বলে দাবি করে। আজ বিকেলে কাঁঠাল গাছ থেকে নিরঞ্জন শীল একটি কাঁঠাল পাড়েন। এ নিয়ে মন্দির কমিটির সদস্য ও পাশের বাড়ির সুদীপ ব্যানার্জী সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় সুদীপ ও তাঁর ভাইদের লাঠির আঘাতে নিরঞ্জন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে নিরঞ্জনকে মৃত অবস্থায় পায়। স্থানীয়রা সুদীপকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানিয়েছেন, দুপক্ষের মারামারি ও নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।