নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না : তোফায়েল
‘আওয়ামী লীগ ভয় পাবে কেন? ওরা (বিএনপি) নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র করছে। নির্বাচন হবেই, কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না’ বলে
প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভোলায় গাজীপুর রোডে নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তোফায়েল আহমেদ এ প্রত্যয় ব্যক্ত করেন।
ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী পশ্চিমাদের প্রতি রাগান্বিত বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি সুযোগ পেলেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অতীতেও করেছে, এখনও করে; আগামীতেও করবে।’
এ সময় তোফায়েল আহমেদ নিজেকে আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‘বঙ্গবন্ধু’ উপাধিদাতা প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আরও বলেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকার খুবই প্রশংসিত দেশের উন্নয়নের জন্য। সবাই অবাক হয় দ্রুত সময়ের মধ্যে দেশের এই উন্নয়ন দেখে। তবে সব নেতাকর্মীকে উন্নয়নের কথা ঘরে ঘরে গিয়ে বলে বুঝাতে হবে।’
ভোলা পৌর আওয়ামী লীগের এই বর্ধিতসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্ল্যাহ নাজু।
সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ বক্তব্য দেন।