নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মানুষের ভাগ্য উন্নয়নে যে নজির স্থাপন করেছেন, তা সারা বিশ্বে বিরল। তিনি বাংলাদেশের নেতৃত্বে থাকলেই কেবল দেশের মানুষের প্রকৃত উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী ১০৬ জন রোগীর হাতে মোট ৫৩ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা সমাজসেবা কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ আলাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।