নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, পুলিশের গুলিতে তিন ডাকাত নিহত
ফেনীর দাগনভুঞা উপজেলায় একটি দোকানে ডাকাতিকালে বাধা দেওয়ায় আবদুল মান্নান নামের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়েছে।
এ ঘটনার পর এলাকাবাসী আরো এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার ভোরে দাগনভুঞা থানার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাজারের একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে উঠানোর সময় নৈশপ্রহরী আবদুল মান্নান চিৎকার দেন। এ সময় ডাকাতরা তাঁকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণাসহ পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পুলিশের গুলিতে আহত এক ডাকাতকে হাসপাতালে আনার পর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির সরঞ্জামসহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। নৈশপ্রহরী ও ডাকাতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।