নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস জব্দ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কলাগাছিয়া পশুরতলা এলাকার তেরকাটী খাল থেকে একটি নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় এই মাংস জব্দ করা হয়।
তবে নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুড়িগোয়ালিনীর সহকারী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় নৌকায় থাকা ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব না হলেও পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করা তিন ব্যক্তির পাশকার্ড পাওয়া গেছে। এরা হলেন গাবুরা ৯নং সোরা গ্রামের কেরামত গাজীর ছেলে আলাউদ্দিন, কাদের খাঁর ছেলে ইউনুস আলী, জিয়াদ গাজীর ছেলে শাহাদাত গাজী। ধারণা করা হচ্ছে, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে গেছেন।’
সহকারী স্টেশন কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা পাশকার্ডে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বনআইনে মামলা হবে। এ ছাড়া জব্দ করা নৌকা ও হরিণের মাংসগুলো কলাগাছিয়া টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।