নড়াইলে পরিবহণ শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে কর্মহীন পরিবহণ শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ জন বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিকদের এ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
প্রত্যেক শ্রমিককে দেওয়া এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল। পর্যায়ক্রমে জেলার সব শ্রমিকদের মধ্যে উপহারসামগ্রী ও নগত টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, নড়াইল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ইউনিয়নের শ্রমিকরা।