নড়াইলে লাখো প্রদীপ জ্বেলে ভাষা শহীদদের স্মরণ
লাখো মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করল নড়াইলবাসী। একই সঙ্গে ভাষা দিবসের ৭০তম বার্ষিকীতে ৭০টি ফানুস ওড়ানো হয়।
আজ রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শহরের কুররডোব মাঠে এ আয়োজন করা হয়। ভাষা শহীদদের স্মরণে এ বছরের অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নামে উৎসর্গ করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন একুশ আলো উদযাপন পর্ষদের সভাপতি প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমান।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আনজুমান আরা, একুশের আলোর সহসভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক কচি খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ আলী শান্ত।
বিশাল কুররডোব মাঠে শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আল্পনা তুলে ধরা হয়। সন্ধ্যার আগে মোমবাতি প্রজ্জ্বলনে কয়েক হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে। সন্ধ্যায় লাখো মোমবাতি জ্বেলে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?...” গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হয়। নান্দনিক এ অনুষ্ঠানটি জেলা ও জেলার বাইরের কয়েক হাজার দর্শক উপভোগ করেন।
১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি নড়াইলে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি শুরু হয়। স্কয়ারের আর্থিক সহায়তায় এ আয়োজন সফল করতে এক মাস আগে থেকে সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবকরা কাজ করে। তিন শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবক মাঠের সার্বিক নিরাপত্তা রক্ষা করেন।