নড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু
শরীয়তপুরের নড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে রিপন হাওলাদার (৪৫) ও মজনু মল্লিক (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার নড়িয়া উপজেলায় নন্দনসার গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রিপন হাওলাদার উপজেলার নন্দনসার গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। গুরুতর অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে থেকে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মজনু মল্লিক মারা যায়। মজনু মল্লিক একই উপজেলার থিরপাড়া গ্রামের নূর মোহাম্মদ মল্লিকের ছেলে।
স্থানীয় সুত্র জানায়, গত সোমবার রাতে মজনু মল্লিক ও রিপন হাওলাদারসহ কয়েকজন বন্ধু মিলে নন্দনসার একটি অটো গ্যারেজে বসে মদ্যপান করে। পরে রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ রিপন হাওলাদার ও মজনু মল্লিক অসুস্থ হয়ে পড়ে। আত্মীয় স্বজনরা তাঁদের নড়িয়া উপজেলার ঘড়িষার প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। উভয়ের অবস্থা গুরুতর হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ অসুস্থদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। রিপন হাওলাদার মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে ঢাকা নেওয়ার পথে মজনু মল্লিকও মারা যায়।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী বলেন, ‘আজ ভোরে নড়িয়া থেকে মদ্যপানে গুরুতর আহত অবস্থায় দুই জনকে ভর্তি করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিপন হাওলাদার মারা যায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি মজনু হার্ট অ্যাটাকে মারা গেছে। একজনকে ময়না তদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’