পটুয়াখালীর বিএনপিনেতা মশিউর রহমান আর নেই, মহাসচিবের শোক
পটুয়াখালী জেলা বিএনপির নেতা মশিউর রহমান খান (৫৭) আর নেই। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর রামপুরার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পটুয়াখালীর বিএনপিনেতা অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মশিউর রহমান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে পরে তিনি করোনা নেগেটিভ হন। অসুস্থতার কারণে গত ৪ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
জেলা বিএনপির সূত্র জানায়, মশিউর রহমান খান বিভিন্ন সময়ে পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ সম্পাদক (জিএস), জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা যুবদলের আহ্বায়ক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি র্দীঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
বিএনপির মহাসচিবের শোক
মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী মশিউর রহমান খান পটুয়াখালী জেলা বিএনপিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকার মানুষের কাছে ছিলেন একজন জনপ্রিয় নেতা। দোয়া করি, আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসিব করেন।
মশিউর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।