পটুয়াখালীর শতাধিক স্কুলে প্রজনন স্বাস্থ্য বিষয়ে ওরিয়েন্টেশন শুরু
পটুয়াখালী প্রান্তিক এলাকায় বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের জন্য যৌন-প্রজনন স্বাস্থ্যসেবা ও জীবন দক্ষতা বিষয়ে সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
আজ সোমবার (৯ জানুয়ারি) সদর উপজেলার বদরপুরের পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ও ইটবাড়িয়া ইউনিয়নের ইউসিকে মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ সময় পটুয়াখালী সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. সহিদুল ইসলাম ও ইটবাড়িয়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. নিজামুল হক এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের নারী ও শিশু অধিকার সুরক্ষা বিভাগের পরিচালক মেহেরুন সুলতানা ও মিডিয়া বিভাগের পরিচালক গোপাল হালদার রাহুলসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের ‘ইন্সপায়ার’ প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় পটুয়াখালীর সদর, গলাচিপা ও মির্জাগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করছে পটুয়াখালী ইয়ুথ ফোরাম।
এ ছাড়া অন্যান্য উপজেলায় গ্লোবাল ইয়ুথ সোসাইটি ফর হিউম্যানিটি, কলাপাড়াবাসী ও কুয়াকাটা তরুণ ক্লাব এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় জেলার সব উপজেলার প্রায় শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে ওরিয়েন্টেশন এবং মেলা আয়োজনের মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সঠিক ধারণা দিতে কাজ করা হবে।
ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সরকারের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা হাসপাতাল ও জেলা হাসপাতালে অবস্থিত কিশোর-কিশোরী কর্নারে বিদ্যমান সেবা গ্রহণের আহ্বান করা হয়েছে।