পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় দুজনকে জরিমানা
পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার দায়ে দুই মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় মোটরসাইকেল চালক মো. মনির হোসেন ও মো. ইসমাইলকে জরিমানা করা হয়। মনির হোসেনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী। তিনি চাকরি করেন নবীনগরের একটি গার্মেন্টসে। আর মো. ইসমাইলের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে। ঢাকায় তিনি পাঠাও অ্যাপসের ভাড়ায় মোটলসাইকেল চালান।
মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় সেতুর উপর দাঁড়িয়ে ওই দুই ব্যক্তি ছবি তুলছিলেন। পরে তাদের সেতুতে না থামিয়ে জাজিরা প্রান্তে নিয়ে দুজনের কাছ থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বজলুর রহমান আরও বলেন, কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে একটি শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়েছে।