পদ্মা সেতুতে ফেরির ধাক্কা : নৌপরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
পদ্মা বহুমুখী সেতুতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘ফেরি শাহজালাল’-এর ধাক্কা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) রফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট এ কমিটির অপর সদস্যরা হলেন নৌপরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহিনুর ভূইয়া এবং বিআইডব্লিউটিএর পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান।
আজ বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে দুর্ঘটনার বিষয়টি সরেজমিনে অনুসন্ধান করে ১০ দিনের মধ্যে নৌপরিবহণ সচিবের কাছে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদন্ত কমিটি তদন্তের প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটিকে ফেরি ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা, ফেরি নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা (ভেসেল ট্র্যাকিং সিস্টেম-ভিটিএস এবং রেডিও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষাসহ), ফেরি পরিচালনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ণের জন্য বলা হয়েছে।
এ ছাড়াও ফেরি মেরামত, ব্যবহৃত যন্ত্রাংশ ও ব্যয়ের কার্যকারিতা পরীক্ষা করা (অধিক পুরাতন/ব্যবহার অনুপযোগী ফেরিসমূহ স্ক্র্যাপ করা যায় কি-না সে বিষয়ে মতামত প্রদানসহ), ফেরির মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা করা, নিরাপদ ফেরি পরিচালনার জন্য দিক-নির্দেশনামূলক প্রতিবেদন প্রণয়ন করবে তদন্ত কমিটি।
গত ২৩ জুলাই সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে বিআইডব্লিউটিসির ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের ক্যাপে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হন। এ ঘটনায় ফেরির মাস্টার আবদুর রহমানকে আটক করে শিবচর থানার পুলিশ। এর আগে সঠিকভাবে ফেরি পরিচালনায় ব্যর্থ হওয়ায় আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।