পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে যা বললেন বিদেশি অতিথিরা
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির মাধ্যমে বাংলাদেশ তার সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরেছে। শুধু তাই নয়, এই সেতু বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেবে। এই সেতু বদলে যাওয়া বাংলাদেশের ছবি তুলে ধরে।
আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব মন্তব্য করেছেন।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেম্বন বলেন, ‘বিশ্ব ব্যাংক বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার।’
পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধন করবে উল্লেখ করে মারসি মিয়াং টেম্বন বলেন, ‘বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করেছে। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশ কী পারে, তা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে, যা অর্থনৈতিক এবং অবকাঠামো উন্নয়নের প্রতীক।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমি আশা করি, এটা সাব রিজনের সঙ্গে অনেক কানেকটিভিটি তৈরি করবে। এর মাধ্যমে অনেক ব্যবসায়িক উন্নয়ন ঘটবে এবং এটা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ভ্রমণে আরও সুযোগ তৈরি করবে।’
ঢাকার সিঙ্গাপুর দূতাবাসের মিশন প্রধান লিলা পিল্লাই বলেন, ‘পদ্মা সেতু অনেক পরিবর্তন আনবে। এটা সারা দেশের সঙ্গে ভালো যোগাযোগ তৈরি করবে।’