পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক সই
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বুধবার (১৭ মে) বেলা ১১টায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই স্মারক স্বাক্ষর হয়।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জসীম উদ্দিন এবং পপুলার ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার নাগ সমঝোতা স্মারকে সই করেন।
এ সমঝোতার ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারী আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত চিকিৎসাসেবার ক্ষেত্রে সারা দেশে বিদ্যমান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সব আউটলেটে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাবেন।
অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনা-দুর্যোগের দুঃসময়ে মানুষের পাশে থাকা ফায়ার সার্ভিসের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘পপুলার নামটিই পপুলার। দীর্ঘদিন ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ দেশের মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বল্পমূল্যে মানসম্মত সেবা দিয়ে যাচ্ছে। আমি এই জনপ্রিয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকায় এবং সমঝোতা স্মারক সই করায় ফায়ার সার্ভিস পরিবারের পক্ষ থেকে তাকে এবং তার মাধ্যমে পপুলার পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’