পরিবহণ বন্ধ করে বিএনপির কোনো সমাবেশকে ব্যর্থ করা যায়নি : মাশুক
বাস ট্রাক বন্ধ করে বিএনপির খুলনা, রংপুরের গণসমাবেশে পণ্ড করতে পারেনি। আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশেও পরিবহণ বন্ধ করে বাধা সৃষ্টি করতে পারবে না। প্রয়োজনে হাজার হাজার নেতাকর্মী হেঁটে গণসমাবেশে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি বলেন, ‘পরিবহণ বন্ধ করে বিএনপির কোনো সমাবেশকেই ব্যর্থ করতে পারেনি।’
আজ রোববার বিকেলে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত ফরিদপুর গণসমাবেশের প্রস্তুতি সভায় এসব কথা বলেন মাশুকুর রহমান মাশুক।
খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘প্রয়োজনের বিএনপির সমাবেশে নেতাকর্মীরা হেঁটে গণসমাবেশে যাবে। যে করেই হোক সরকার হটাতে এ সমাবেশ সফল করতে হবে। আওয়ামী লীগ, বাস, ট্রাকসহ সব পরিবহণ বন্ধ করে বিএনপির কোনো সমাবেশকেই ব্যর্থ করতে পারেনি। আগামীতেও বিএনপির কোনো সমাবেশ পণ্ড করতে পারবে না।’
আগামী ১২ নভেম্বর ফরিদপুর সাংগঠনিক বিভাগে তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানোসহ নানা দাবিতে বিএনপির গণসামবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভার আয়োজন করে মাদারীপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির কার্যকরী সদস্য মজিবুর রহমান, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, শিবচর বিএনপির সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান প্রমুখ।