পাগল বলায় থাপ্পর, প্রতিশোধ নিতে হত্যা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কানাই ঋষি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার গঙ্গানগর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রামপ্রসাদ ও ভানু ঋষি নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কানাই মাধবপুর পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।
পরিবার জানায়, কয়েকদিন আগে ঠাট্টা করে কানাইকে পাগল বলেছিলেন রামপ্রসাদ। এতে রেগে গিয়ে রামপ্রসাদকে থাপ্পর দেন কানাই। বিষয়টি পরে পারিবারিকভাবে মীমাংসা করা হয়। কিন্তু রামপ্রসাদের ক্ষোভ থেকে যায়।
ওই ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার রাতে গঙ্গানগরের ব্রিজ এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা রামপ্রসাদ ও তাঁর কয়েকজন সহযোগী কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় কানাইকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামের দুজনকে গ্রেপ্তার করেছে।