পানিতে ডুবে তিন বোনের মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
একই পরিবারের তিন মেয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কান্নায় শামিল হয় এলাকাবাসী।
জানা গেছে, কর্পূরকাঠি গ্রামের মোকলেছুর রহমানের দুই মেয়ে মরিয়াম (১৭) ও মারিয়া (১২) এবং মোকলেছের ছোট ভাই রাজ্জাকের মেয়ে মাহফুজা (১৭) গতকাল দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। ওই সময় পরিবারের লোকজন হয়তো কোথাও ঘুরতে গেছে বলে ধারণা করে। কিন্তু বেলা শেষে ঘরে ফিরে না আসায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার সময় পুকুরপাড়ে জামাকাপড় ও জুতা দেখতে পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে বাড়ির লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তিন বোনের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
তারা কেউ সাঁতার জানত না বলে পরিবার জানায়। মরিয়ম কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসায় দশম ও তার ছোট বোন ষষ্ঠ শ্রেণিতে পড়ত। মাহফুজা কর্পূরকাঠি মানছুরিয়া দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত।
কর্পূরকাঠি মানছুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরউল্লাহ বলেন, তিন বোনের সাঁতার জানা ছিল না। তারা পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’