পান্থপথে হোটেলে মিলল নারী চিকিৎসকের গলাকাটা লাশ
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পান্থপথের ওই আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
নিহত নারীর জান্নাতুল নাঈম সিদ্দীক। তিনি রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গাইনি বিষয়ের একটি কোর্স করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দাবি করা হচ্ছে, গতকাল বুধবার স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল। পুলিশের ধারণা, স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি জান্নাতুলকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছেন।
এরই মধ্যে রেজাউলকে আসামি করে জান্নাতুলের বাবা কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য জান্নাতুলের মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্বামী পরিচয় দেওয়া সেই ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত আমরা তাঁর অবস্থান সম্পর্কে জানতে পারব বলে আশা করি। এ ছাড়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।’