পাবনার সব রুটে পরিবহন ধর্মঘট শুরু
ছয় দফা দাবিতে পাবনা জেলার সব রুটে অনির্দিষ্টকাল জন্য পরিবহন ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। গত রোববার পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে এ ধর্মঘটের ঘোষণা দেন পাবনা জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব।
পাবনা জেলা মোটরমালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সিরাজগঞ্জের শাহজাদপুরের মালিক শ্রমিকরা দীর্ঘদিন ধরে। কোনো কারণ ছাড়াই এক শ্রেণির বখাটে লোক কোচ ও বাস চালকদের প্রায়ই বিনা কারণে মারধর করে আসছে। এ ছাড়া শাহজাদপুরের ওপর দিয়ে বাস- ট্রাক চলাচলে বাধা সৃষ্টি এবং পাবনার মালিক শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার প্রতিকার চেয়েও কোনো ফল পায়নি।’
হাবিবুর রহমান আরো বলেন, ‘আমরা এর সুষ্ঠু ও স্থায়ী সমাধান চাই। ৭২ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি মানা না হলে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৭টা থেকে পাবনা জেলার সব রুটে সব ধরনের যানবাহন ধর্মঘট শুরু হবে। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে প্রয়োজনবোধে উত্তর ও দক্ষিণবঙ্গের মোটরমালিক শ্রমিকদের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি দেব।’
এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘সিরাজগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকদের আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।’