পাবনায় ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু’ গ্যালারি উদ্বোধন
পাবনায় ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু’ গ্যালারির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে এই গ্যালারির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
পাবনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর দুর্লভ সব ছবি সাজিয়ে গ্যালারিটি করা হয়েছে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ছবি স্থান পেয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার বায়েজিদ বিন আখন্দ প্রমুখ।
পরে বিভাগীয় কমিশনার পাবনা পৌরসভা, পাবনা জেলা পরিষদ বাস্তবায়িত প্রকল্প, উপজেলা ভূমি অফিস, গয়েশপুর ইউনিয়ন পরিষদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।