পাহাড়ে গাঁজা চাষ কঠোর হাতে দমন করা হবে
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জোন সদরে অনুষ্ঠিত সভায় এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধান অতিথি বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা সম্প্রতি গহীন অরণ্যে অভিযান চালিয়ে তিনজনকে আটক করাসহ বিপুল গাঁজাক্ষেত ধ্বংস করেছে। যারা সবুজ পাহাড়ে গাঁজা চাষ করে যুব সমাজকে ধ্বংসের পাঁয়তারা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে।
এ সময় অন্যদের মধ্যে নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদুজজামান রাশেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর জব্বার, রেম্রাচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে লক্ষ্মীছড়ি উপজেলাবাসীর পক্ষ থেকে জোন অধিনায়কদের বিদায় ও বরণ করে নেওয়া হয়।