পিরোজপুরে অটোচাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
পিরোজপুরের নেছারাবাদে অটোরিকশার (বউগাড়ি) চাপায় পিষ্ট হয়ে মাইসা (১১) নামে একটি শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িচালক ইয়াছিন (২২) পলাতক রয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ীর মিজান ফকিরের মেয়ে। সে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে, এ ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সমস্ত প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।