পিরোজপুরে ‘আসামি ছিনিয়ে নিতে হামলা’, পাঁচ পুলিশ আহত
পিরোজপুর সদর উপজেলায় গভীর রাতে আসামিকে গ্রেপ্তারের পর আসামিপক্ষের লোকজনদের হামলায় পাঁচজন পুলিশ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই আসামিও আহত হন।
উপজেলার কুমারখালীর সিকদার বাড়ি এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান এ খবর জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পুলিশ সদস্যেরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই মো. খাইরুল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও পুলিশ সদস্য মো. মারুফ হাওলাদার।
এ ছাড়া আহত আসামিরা হলেন কুমারখালী এলাকার হাসান সিকদার ও শেখপাড়া এলাকার শাওন দাস।
থানা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশের সদস্যেরা আসামি গ্রেপ্তার করতে কুমারখালী এলাকায় যান। সেখান থেকে হাসান সিকদার নামের এক আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসছিল পুলিশ। এ সময় আসামিপক্ষের লোকজন তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের তিনজন এসআই, একজন এএসআই ও একজন সদস্য আহত হন। এ ছাড়া আসামিপক্ষের মধ্যে দুজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক আজিজুল্লাহ জানান, দিবাগত রাত ২টার পর আহত পাঁচ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া আটক দুজনকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।