পিরোজপুরে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগনেতা মারা গেছেন
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ (৩৫) মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। শুভর সঙ্গে থাকা পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু রাতে এ তথ্য জানিয়েছেন।
ফয়সাল মাহবুব শুভ পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদার ছেলে। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ছিলেন।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের আগে গত ৭ নভেম্বর নৌকা প্রতীকের পক্ষে মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনি সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে শহরে ফিরছিলেন সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। ফেরার পথে ওই ইউনিয়নের মল্লিক বাড়ি স্ট্যান্ডে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ।
শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর দুপুরে খুলনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শংকরপাশা ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের ভাই মোফাজ্জেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে গত ৮ নভেম্বর সন্ধ্যায় একটি মামলা করেন। এরপর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকে নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাতুব্বরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান।
এদিকে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।