পিরোজপুরে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ ২
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল বের করলে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত অন্যদের নাম জানা যায়নি।
অভিযোগ উঠেছে, বিদ্রোহী প্রার্থী মো. নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন এ গুলি চালিয়েছে। ঘটনার পরে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা জানান, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোল্লা আজাদ হোসেন সহিংসতার ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’