পিরোজপুরে নৌকার নির্বাচনি কার্যালয় ভাঙচুর- অগ্নিসংযোগ
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে নৌকার নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান।
শারিকতলা ইউনিয়ন পরিষদে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজমীর হোসেন মাঝি বলেন, ‘আজ ভোরের দিকে তাঁর প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক ও বিএনপি-জামায়াতের সমর্থকরা এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’
আনারস প্রতীকের বিদ্রোহী পদপ্রার্থী রাজু মোল্লা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কে বা কারা রাতের আঁধারে আগুন দিয়েছে তা আমি জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমার কোনো কর্মী ও সমর্থক জড়িত নয়। নির্বাচনি ক্ষতি করার জন্যই আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।’
পিরোজপুর সদর থানার ওসি আরও জানান, নৌকার নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেকোনো সহিংসতা রোধে পুলিশ সজাগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।