পিরোজপুরে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পিরোজপুরের তিনটি উপজেলার নয়টি ইউনিয়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত অবধি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়িতে।
প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীর চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই সাধারণ প্রার্থীরা। সংরক্ষিত সদস্যরাও প্রচারণা চালাচ্ছেন সমান তালে। কোথাও কোথাও সদস্য প্রার্থীদের প্রচারণায় সরগরম এলাকা। তবে যেসব নির্বাচনী এলাকায় বিএনপি পদপ্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে সেখানকার নির্বাচনে বইছে প্রতিদ্বন্দ্বীতার হাওয়া। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের নৌকা প্রতিকের সমর্থকেরা ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ পাওয়া গেলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো উল্লেখযোগ্য সহিংস ঘটনা ঘটেনি।
পিরোজপুর সদরের শিকদার মল্লিক ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান চান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে তার ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা তার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, শংকরপাশা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন জানান, মাঠে তার অবস্থান ভালো। অন্য প্রার্থীরা তার ইউনিয়নে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন। তার ইউনিয়নে কোনো সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর সদরের শিকদার মল্লিক, দূর্গাপুর ও শংকরপাশা, নাজিরপুরের দীর্ঘা, শাখারীকাঠী ও শ্রীরামকাঠী এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও ইন্দুরকানী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আজ বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন অসুস্থতাজনিত কারণে মারা যায়। ফলে সেখানকার নির্বাচন স্থগিত করা হয়েছে।