পিরোজপুরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলায় পলাশ সিকদার (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় জেলার পশ্চিম চালিতাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাশ ওই গ্রামের মৃত আফজাল সিকদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়ার নেতৃত্বে একটি দল পলাশকে গ্রেপ্তার করে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, ‘পলাশকে অস্ত্র কেনাবেচার সময় একটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।’
পলাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘পলাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’