পিরোজপুরে ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মান কাজের উদ্বোধন হয়েছে। আজ সোমবার বিকেলে পিরোজপুর পৌরসভা এলাকার চিলা এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহম্মেদ, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পিরোজপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ১২ জন মুক্তিযোদ্ধাদের এ আবাসন দেওয়া হবে।