পিরোজপুরে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ
পিরোজপুরের কাউখালী উপজেলায় খাদ্যগুদাম থেকে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে কাউখালী খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন এ ঘটনার তাৎক্ষণিক তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।
জানা গেছে, চেয়ারম্যান মাহমুদ খান খোকন ৬০৪ জনের নামের দুই মাসের ভিজিডির ৩০ কেজি করে চাল গুদাম থেকে উত্তোলন করেন। এ সময় ওজনে কম দিয়েছে বলে সন্দেহ হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখাকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চালের ওজন দেন। এ সময় বস্তায় ৩০ কেজি চালের স্থলে ২৭ থেকে থেকে ২৮ কেজি করে চাল পান। প্রতি বস্তায় গড়ে দুই থেকে তিন কেজি চাল কম পাওয়া যায়।
এ সময় ইউএনও সেখানকার লেবার সরদার নুরুল ইসলামকে চাল কম দেওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি এর সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মেহেদী হাসান জানান, তিনি ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক চাল বিতরণ বন্ধ করে দেন। এ ব্যাপারে শ্রমিক এবং গুদাম কর্মকর্তা জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বরে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তাঁর নজরে আসার সঙ্গে সঙ্গে খাদ্যগুদাম পরিদর্শন করেন। প্যাকেটে নির্ধারিত পরিমাণের চেয়ে কিছু চাল কম থাকায় তিনি দোষীদের আইনের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।