পিরোজপুরে মহিলা মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজ বুধবার সকালে ১০টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির অধ্যক্ষ মহাম্মদ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দারুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জীব কুমার বালা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির হোসেন।