পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
পিরোজপুর সদরের ঝাউতলায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। ওই পথচারীর নাম রাবেয়া বেগম (৬০)। তিনি ইন্দুরকানী উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত লুৎফর রহমান রাজার স্ত্রী। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম পিরোজপুর থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। সকাল ৯টার দিকে সদর উপজেলার ঝাউতলায় নামেন। পরে তিনি তাঁর শিশু নাতিসহ রাস্তা পার হতে গেলে পাড়েরহাট থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
গুরুতর আহত অবস্থায় রাবেয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’