পিরোজপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, উদাসীন জনগণ
সারা দেশের মতো পিরোজপুরেও লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। তবু স্থানীয় বাজারের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। অধিকাংশ লোকজন মানছে না সামাজিক দূরত্ব।
আজ বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুর শহরের সদর রোডে দোকানপাট বন্ধ করার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ একাধিকবার মহড়া দিলেও তা মানছে না অনেকেই। ব্যবসায়ীরা ফাঁকে ফাঁকে দোকান খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে শহরের বাজারে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলার কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্য দোকান বন্ধ থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। প্রায় সব ধরনের দোকান খুলে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি সামাজিক দূরত্ব ও নিষেধাজ্ঞাও মানছে না কেউ। জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জোরালো ব্যবস্থা নেওয়ার কথা জানালেও জনগণ তা মানছে না।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, লকডাউন বাস্তবায়নের জন্য সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। জেলা শহরে দুইটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। পাশাপাশি সব উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে। এখনও যারা লকডাউন মেনে চলছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।