পিরোজপুরে ১০ স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করল রেড ক্রিসেন্ট
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জেলা ইউনিট পর্যায়ের ১০ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। আজ রোববার সকালে জেলা ইউনিট কার্যালয়ে রেড ক্রিসেন্টের আয়োজনে এবং কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এ বি এম শামসুজ্জোহা, জেলা রেড ক্রিসেন্টর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এ রব্বানী ফিরোজ, নুরুল হুদা আলম, এম এন খালেদ রবি, রফিকুল ইসলাম সুমন, ফসিউল ইসলাম বাচ্চু, ইউনিট লেভেল কর্মকর্তা ইকবাল মাসুদ, যুবপ্রধান শুভদ্বীপ সিকদার শুভসহ আরও অনেকে।
এ সময় পুরস্কৃত ১০ শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবক ও ইউনিটের অন্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন।