পীরগঞ্জে হামলার শিকার সংখ্যালঘুরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে : ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘রংপুরের পীরগঞ্জে হামলার শিকার সংখ্যালঘুরা এখন স্বাভাবিক জীবনে ফিরেছে। তাদের মধ্যে আর কোনো ভয় কিংবা আতঙ্ক নেই।’
পীরগঞ্জে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডা. এনামুর রহমান বলেন, ‘সরকারি এবং বেসরকারি সহযোগিতায় এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর করে দেওয়া হয়েছে। তৈজসপত্র, পোশাক-পরিচ্ছদ, শিশুখাদ্য, শিশু উপকরণ, গবাদিপশুর খাদ্যসহ নগদ অর্থ এবং অন্যান্য সব সামগ্রী তাদেরকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে।’
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি সহযোগিতায় ক্ষতিগ্রস্তরা খুশি এবং তারা আর আতঙ্ক কিংবা ভীত নয় বলেও জানিয়েছেন। তারা এখন নিজের চুলায় রান্না করেও খাচ্ছেন।’
এর আগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন নিয়ে তাদের মতামত নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
পরিতোষ সরকার নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে একটি পোস্ট দেওয়াকে ঘিরে গত রোববার রাতে একদল দুর্বৃত্ত পরিতোষের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বড় করিমপুর কসবা উত্তরপাড়া গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় তিনটি মামলায় পরিতোষসহ এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।