পুরোনো রূপে ফিরেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী
দীর্ঘ দুই মাসের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জেলেদের ছুটেচলা শুরু হয়েছে। প্রাণচাঞ্চল্য ফিরেছে নদীর পাড়ের মাছ ঘাটগুলোতে। আজ সোমবার (১ মে) সকাল থেকে পুরোনো রূপে ফিরেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।
নদীতে ছুটে চলছে জেলে নৌকা। আবার কেউ রাতে মাছ ধরে পুনরায় নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই ভোলার নারী জেলেরাও। তবে, আশানুরুপ ইলিশ ধরা পরছে না জালে। যে কারণে কিছুটা হতাশা রয়েছে মেঘনা নদীর জেলেপল্লীতে।
ভোলার তুলাতলীর জেলে মো. জসিম ও রহমান বলেন, ‘মাছ ধরতে জাল নিয়ে দুই মাস নদীতে যাইনি। সরকারিভাবে দেওয়া চাল সঠিকভাবে বণ্টন হয়নি। এখনও সব চাল বিতরণ করা হয়নি। জেলে না এমন অনেকেই চাল পাচ্ছে আর প্রকৃত জেলেরা হচ্ছে বঞ্চিত।’
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ‘হতাশার কিছু নেই। ইলিশ আগের চেয়েও বেশি ধরা পড়বে। অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন। নতুন পানি নদীতে আসতে শুরু করলেই ইলিশের আগমন হবে।’