পুলিশ ফাঁড়ি থেকে পালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে আসামি
রাজশাহীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির দোতলার বেলকনি থেকে নাইমুল ইসলাম ওরফে রিয়াজ (২০) নামে এক আসামি লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে হেরোইনসহ রিয়াজকে আটক করে মালোপাড়া ফাঁড়ির পুলিশ। তাঁকে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে নাম-ঠিকানা লেখা হচ্ছিল। এ সময় এক দৌড়ে ভবনের দোতলার বেলকনিতে চলে যান রিয়াজ।
একপর্যায়ে সেখান থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে রিয়াজ। এ সময় মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে ধরে ফেলেন। তবে, লাফিয়ে পাশের একতলার ছাদে গিয়ে পড়ায় আহত হন তিনি। পরে পুলিশ সদস্যরা রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানিয়েছেন, রিয়াজের মাথায় জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। তবে হাত-পা ভেঙেছে কি না, তা এক্স-রের পর জানা যাবে।
রিয়াজকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ হেফাজতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানান বোয়ালিয়া থানার ওসি।