পূর্বধলায় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থককে কুপিয়ে আহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বৈরাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের অভিযোগ, বৈরাটি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন তার কর্মী-সমর্থক ফয়সাল আহম্মদ, দেলোয়ার হোসেন খোকন ও মামুনকে নিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার আলমপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন। প্রচারণা শেষে রাত পোনে ৮টার দিকে আলমপুর থেকে মোটরসাইকেলে বটতলা যাওয়ার পথে বাইনজা বাজারের কাছে ওই ইউনিয়নের বর্তমান নৌকার প্রার্থীকের আলী আহম্মেদের সমর্থকরা হামলা চালায়। এ সময় আলী আহম্মেদের সমর্থকরা ফয়সাল আহম্মদ, দেলোয়ার হোসেন খোকন ও মামুনকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
গুরুতর আহত ফয়সাল আহম্মদ, দেলোয়ার হোসেন খোকন ও মামুনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ বিষয়ে নৌকার দলীয় প্রার্থী আলী আহাম্মেদের মোবাইলে ফোন করা হলে তিনি অসুস্থ জানিয়ে ছেলে জুনায়েদ জানান, রাতের ঘটনার তাদের বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গতকাল রাতেই স্বতন্ত্র পদপ্রার্থীর ভাই আবদুল জলিল বাদী হয়ে আবদুল জব্বার, ফরহাদ, হাসিবসহ ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা করে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে সুজন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আগামী ২৮ নভেম্বর জেলার পূর্বধলায় ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।